Today: ডিসে ২৩, ২০২৪

আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের কথা ভাবতে হবে : নুর

3 weeks ago

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে।

রবিবার বিকেলে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এই যে ৫ আগস্ট ছাত্রজনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোনো রাজনৈতিক নেতার নেতৃত্বে হয় নাই। ছাত্র আন্দোলনের মাধমে এই গণঅভ্যুত্থান হয়েছে।

তিনি আরও বলেন, এই জুলাই বিপ্লব আজকের যে আলোচনার শিরোনাম, জুলাই বিপ্লব এবং জনআকাঙ্ক্ষা, আমি মনে করি এই যে জনআকাঙ্ক্ষা, জনআকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু এই গতানুগতিক রাজনীতির বাইরে এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বছরে ২০২১ সালে এসে গণ অধিকার পরিষদ এই ব্রত নিয়ে দল ঘোষণা করেছে। আজকে জুলাই বিপ্লব আপনারা সকলেই জানেন ২০১৮ সালে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের অবস্থান এবং আজকের পরিস্থিতি।