Today: ডিসে ২৩, ২০২৪

অপারেশন জ্যাকপট পাল্টে দিয়েছিল যুদ্ধের গতি

3 weeks ago

রাতের আঁধারে ডুবসাঁতার দিতে দিতে একেবারে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানো। স্থির কোনো জলাশয় নয়, একেবারে উত্তাল কর্ণফুলীতে। এরপর মাইন বেঁধে দেওয়া জাহাজের গায়ে। অতঃপর আধা ঘণ্টার মধ্যে নিরাপদ স্থানে চলে যাওয়া। শেষে বিকট শব্দে বিস্ফোরণ। কল্পনা নয়, ১৯৭১ সালে সত্যি এ রকম নিখুঁত অভিযান চালিয়েছিলেন বাংলার নৌ মুক্তিসেনারা।

এই অপারেশনের নাম ছিল অপারেশন জ্যাকপট। মুক্তিযোদ্ধাদের এমন সফল অভিযান সাড়া ফেলে দিয়েছিল পুরো বিশ্বে। মুক্তিকামী বাঙালির দাবির প্রতি বিশ্ববাসীও সজাগ হয়ে ওঠে। শত্রুপক্ষ পাকিস্তানের মনোবলে দারুণ আঘাত করেছিল অপারেশন জ্যাকপট। শুধু চট্টগ্রাম নয়, ১৯৭১ সালের ১৬ আগস্ট প্রথম প্রহরে দেশের আরও তিন স্থানে একই নামে নৌ কমান্ড অভিযান চলে। বাকিগুলো হলো মোংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জের নদীবন্দরে অভিযান।