Today: ডিসে ২৩, ২০২৪

কাঠামোগত সংস্কার ছাড়া এগোনো যাবে না

3 weeks ago

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যত কমিশন গঠন করেছে, সবগুলোই বিদ্যমান ব্যবস্থার সংস্কারের জন্য। কিন্তু কাঠামোগত সংস্থার ছাড়া স্বজনতোষী পুঁজিবাদ থেকে বেরিয়ে আসা কঠিন হবে। সে জন্য কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রীয় কাঠামোর বিদ্যমান ব্যবস্থার সংস্কার দরকার। তবে সেটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক। রাজনৈতিক, অর্থনৈতিক ও সুশাসন মাথায় রেখে এসব সংস্কার করতে হবে। তার জন্য নাগরিক সমাজকে সম্মিলিত ভূমিকা পালন করতে হবে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক আলোচনা সভার সমাপনী অধিবেশনে রেহমান সোবহান এ কথাগুলো বলেন। তিনি এই সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় ‘সিপিডির অগ্রযাত্রার অভিজ্ঞতা’ শীর্ষক সমাপনী পর্বে মূলত আলোচকেরা সংস্থাটির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কথা বলেন।