Today: ডিসে ২৩, ২০২৪

আওয়ামী জমানার ‘ফ্যাসিবাদ’ কোনভাবে বুঝব

3 weeks ago

ফ্যাসিবাদ এমন একগুচ্ছ মতাদর্শ ও চর্চার সমষ্টি যা জাতিকে যা সাধারণত জাতিগত, সাংস্কৃতিক এবং/অথবা ঐতিহাসিক দিক থেকে একচেটিয়াভাবে সংজ্ঞায়িত করে; এগুলোকে অন্যান্য সব ধরনের আনুগত্যের উর্ধ্বে স্থান দিতে চায় এবং একটি সক্রিয় জাতীয় সম্প্রদায় গড়ে তুলতে চায়।

—কেভিন পাসমোর

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলকে স্বৈরতন্ত্র, নির্বাচন করে আসা স্বৈরতন্ত্র, হাইব্রিড রেজিম—নানাভাবে চিহ্নিত করা হয়েছে। তবে রাজনৈতিক পরিসরে এই রেজিমকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করাটাই বেশি পরিচিত।

৫ আগস্টের আগে ‘ফ্যাসিবাদী’ বলে শুধু আওয়ামী রেজিমকেই চিহ্নিত করা হতো। ৫ আগস্টের পরপর এই অভিধা হরেদরে ব্যবহার করা হচ্ছে।

এখন তো আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অন্তর্বর্তী সরকারকেই ‘ফ্যাসিবাদী’ বলা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদ’ কায়েমের অভিযোগ তোলা হচ্ছে হরদম। এমনকি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে ছিলেন—এমন ব্যক্তিরাও মতের মিল না হলে একে অপরকে ফ্যাসিবাদী বলে তকমা দিচ্ছেন।