দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে প্রথমবারের মতো চালু হয়েছে ট্রাভেল পাশ ব্যবস্থা। রোববার এই পাস নিয়ে ৬৫৩ জন পর্যটক সেন্ট মার্টিনে যান এমভি বার আউলিয়া জাহাজে। সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি যাত্রা শুরু করে।
সেটি বিকেলে সেন্ট মার্টিনে পৌঁছালে পর্যটকদের ফুল দিয়ে বরণ করেন সেন্টমার্টিনের বাসিন্দারা। তবে সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণের প্রতিবাদে স্থানীয়রা মাথায় কালো ব্যাজ ধারণ করেন।
এমভি বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, রোববার তিনটি জাহাজ ছাড়ার কথা থাকলেও পর্যটক সংকটের কারণে কেবল এমভি বার আউলিয়া ছেড়েছে। জাহাজটির ধারণক্ষমতা ৮৫০ জন হলেও ৬৫৩ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু হয়েছে।