Today: ডিসে ২৩, ২০২৪

‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর’, লিখলেন কবীর সুমন

3 weeks ago

ভারত-বাংলাদেশ দুপাড়েই জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। সমসাময়িক বিষয় তাঁকে আলোড়িত করলে মন্তব্য করতে একচুল পিছপা হন না। সম্প্রতি দুই দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই সংগীতজ্ঞ। আগে-পিছে কোনো মেনশন ছাড়াই তিনি লিখলেন— ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর– আমি প্রেম করছি, প্রেম ক’রে যাবো।’

সাধারণত কবির সুমনের লেখায় প্রেম আর বিদ্রোহ বরাবরই হাত ধরাধরি করে চলে। যে কোনো অশান্ত পরিস্থিতি আর পাঁচজন যেভাবে দেখেন, তিনি দেখেন অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে। আর এ কারণে তাঁর মন্তব্যকে বেশির ভাগ সময়ই বিতর্কেরও জন্ম।