প্রখ্যাত ঔপন্যাসিক ও হুমায়ূন আহমেদের ছেলে নিষাদ হুমায়ূন। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ভিডিওতে তিনি তার চিন্তা-ভাবনা ও বাবাকে নিয়ে কথা বলেছে। নিষাদ বলেন, বিষণœতা খুব ভয়ংকর একটা জিনিস। তবে প্রকৃতিতে অন্যরকম শান্তি পাওয়া যায়। আমরা তখনই সত্যিকারের খুশি হতে পারব যখন টাকা, ফোন-এসব না চেয়ে প্রকৃতির মাঝে একটু শান্তিতে থাকার চেষ্টা করবো। নুহাশ পল্লীতে আসলে আমি অনেক কিছু ভুলে যাই। শহরের অসুবিধাটা হচ্ছে, ইন্টারনেট না থাকলে ঘরে বসে কী করব? নুহাশ পল্লীর এই আবহাওয়া, এই রোদটা, এই বাতাসটা, অন্যরকম লাগে। এখানে আসার আগে ডেটা কিনে নিয়ে আসি। ভাবি ইন্টারনেট না থাকলে কী করব। এখানে আসার পরে ফোন হাতে নেইনি, প্রকৃতির মাঝে রয়েছি। নিষাদ বলেন, আমরা মানুষ হিসেবে এত জিনিস চাই কেন। আমার মাঝেমধ্যে মনে হয়, যদি নতুন আইফোনটা থাকতো, যদি এয়ারপডস প্রোসহ নতুন গাড়ি থাকতো। কিন্তু এখানে এসে সব ভুলে যাই। আমি সাইকো থেরাপিস্ট হতে চাই। কারণ, বিষণœতা খুব ভয়ংকর একটা জিনিস। এ থেকে মুক্ত থাকা দরকার। নিষাদ তার বাবা হুমায়ূন আহমেদকে নিয়ে বলেন, তিনি পাগল ছিলেন। পাগল ছাড়া কী পৃথিবী চলবে? পাগল ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। স্যার আইজ্যাক নিউটন কত বড় পাগল! তার পাগলামি ছাড়া কী পদার্থ বিজ্ঞান হতো? আমার শুয়ে আছি, আমার মাথার ওপর যদি একটা আপেল পড়ে, আমি ভাবব, ওহ আপেল পড়ছে! কিন্তু স্যার আইজাক নিউটন কিন্তু নিজে নিজেই ভেবেছে কেন আপেলটা পড়ল? এরপর পুরো জীবন কাজ করেছে কেন আপেলটা নিচে পড়ল, এ ব্যাপারে। এরপর তিনি পদার্থ বিজ্ঞান আবিষ্কার করলেন। আসলে পাগলটা আমাদের লাগে। আমার বাবা অবশ্যই পাগল, তাই তিনি একজন অসাধারণ মানুষ। পাগল আমাদের লাগবে। পাগল ছাড়া আইডিয়া পাব না।
1 month ago
আরও পড়ুন
How VR Has Changed The World?
5 years ago
How Sarah Coped Her Chronic Disease
5 years ago
Athletes ready for golds at the 19th Olympic
9 years ago