ইরাকে প্রায় ৪০ বছর পর প্রথমবারের মতো জাতীয় আদমশুমারি হচ্ছে। ১৯৮৭ সালে যখন সাদ্দাম হোসেন ক্ষমতায় ছিলেন সেই সময়ের পর এবার প্রথম জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে ইরাক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এজন্য ইরাকে দুই দিনের কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধ ও বৃহস্পতিবার দেশের ১৮টি প্রদেশের মোট ১ লাখ ২০ হাজার গবেষক নাগরিকদের পরিবার থেকে তথ্য সংগ্রহ করবেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল-জাহরা আল-হিন্দাউই বলেন, আদমশুমারিটি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় পরিচালিত হচ্ছে। এই আদমশুমারি থেকে কর্তৃপক্ষ স্বাস্থ্য, শিক্ষা এবং আবাসন ব্যবস্থা নিয়ে তথ্য পাবেন এবং ফাঁকফোকরগুলো চিহ্নিত করতে পারবেন। ফলে তাদের করণীয় ঠিক করতে সুবিধা হবে।