বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আর বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে মুসলমান হিসেবে বসবাস করতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চররুহিতা এলাকার কাঞ্চনী বাজারে বিএনপির সদস্য ফরম বিতরণ ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কবর দিতে চাই। বাংলাদেশের জনগণের কাছে তাদের (আওয়ামী লীগ) কোনো দায়বদ্ধতা নেই, হাসিনা বিনা ভোটে, ভোটারবিহীন নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে একনায়কতন্ত্র কায়েম করেছে। হাসিনা ও তার দোসররা ভোটারবিহীন নির্বাচন দিয়ে লক্ষ কোটি টাকা অপচয় করেছে। এদের সমুচিত জবাব দিতে হবে।