২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বেকসুর খালাস পাওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার সন্ধ্যায় বোয়ালমারী ওয়াবদা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে আনন্দ মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়।