আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যোবায়ের আহমদ ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবি পার্টির উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী, এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব ও সদস্যসচিব মজিবুর রহমান। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।