আগামী সাত দিন জাতীয় সংহতি সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২৫ নভেম্বর) সংগঠনটির কার্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।
রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদের মধ্যকার সংঘর্ষসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ১৮টি সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।