Today: ডিসে ২৪, ২০২৪

‘অহিংস গণ-অভ্যুত্থানের’ অন্যতম সংগঠক মাহবুবুল গ্রেপ্তার

4 weeks ago

তথাকথিত অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে সোমবার রাতে  রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং অন্যতম আহ্বায়ক। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় শাহবাগে লোক জড়ো করা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক সেই আ ব ম মোস্তাফা আমীনকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর। তিনি জানান, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা ঋণ দেয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে।’ এমন প্রচারণা চালিয়ে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষ জড়ো করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিরুদ্ধে। এ অবস্থায় সংগঠনটির আহ্বাককে আটক করা হয়েছে।