‘আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিনি’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কাউকে নির্বাচনে আনতে চায়, এমন কথা বলিনি আমরা। আওয়ামী লীগকে জড়িয়ে এ বিষয়ে সংবাদমাধ্যমে আসা বক্তব্য সঠিকভাবে উপস্থাপন হয়নি।’তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কিনা, তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষকে হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’
আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, তা ঠিক করবে জনগণ: মির্জা ফখরুল
1 month ago
আরও পড়ুন
ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে চান আমিনুল
1 month ago
Solum graeco vel at Has ad alienum
5 years ago
Married People Are Happier — Your Opinion
7 years ago